বিনোদন

অভিনেতা শিবপ্রসাদের গলায় জুতার মালা কেন?

  বিনোদন ডেস্ক ৩০ জুলাই ২০২৪ , ১২:০৯:৪৬ প্রিন্ট সংস্করণ

অভিনেতা শিবপ্রসাদের গলায় জুতার মালা কেন?
অভিনেতা শিবপ্রসাদ।সংগৃহীত ছবি

সম্প্রতি ওজন কমিয়ে আলোচনায় আছেন টলিউড অভিনেতা শিবপ্রসাদ। রোগা হতে দিনের বেশিরভাগ সময় মুড়ি খেয়ে থেকেছেন তিনি। এবার তাকে দেখা গেল গলায় জুতার মালা পরে মঞ্চে দাঁড়িয়ে থাকতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটি মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘বহুরূপী’র ফার্স্টলুক। আজ শনিবার সকালে প্রকাশ্যে এসেছে শিবপ্রসাদের বিক্রম চরিত্রের ফার্স্ট লুক। সেখানে তাকে দেখা গেছে গলায় জুতোর মালা পরে মঞ্চে দাঁড়িয়ে থাকতে। চোখ-মুখ একেবারে থমথমে। এই চরিত্রের জন্যই ওজন কমিয়েছেন অভিনেতা।

একের পর এক চমক দিচ্ছে ‘বহুরূপী’। এর আগে আবির চট্টোপাধ্যায় ও কৌশানি চমক দিয়েছেন। এবার তালিকায় যোগ হলো শিবপ্রসাদের নাম। শুধু অভিনয়ই করেননি শিবপ্রসাদ। নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে করেছেন ছবিটি পরিচালনা। 

এই জুটি গত পূজায় দিয়েছেন ‘রক্তবীজ’ সিনেমাটি। সেটিও হয়েছে ব্যবসাসফল। আবির ও মিমি চক্রবর্তীর রসায়ন বেশ সমাদর পেয়েছে দর্শকের কাছে। একের পর এক চমক দেখে ধারণা করা যাচ্ছে এবারও নিরাশ হবেন না দর্শক। 

আরও খবর

                   

সম্পর্কিত