বিনোদন

ক্যান্সারে মারা গেলেন অভিনেতা রুমি

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৪ , ১১:২১:৫৯ প্রিন্ট সংস্করণ

ক্যান্সারে মারা গেলেন অভিনেতা রুমি
ছবি : সংগৃহীত

অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন । মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ভাগিনা ফয়সাল আহমেদ।

২২ এপ্রিল ভোরে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ ই অভিনেতা ।

জানা গেছে, মাসখানেক আগে হঠাৎ করেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখানে থেকে দেশে ফিরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তবে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন এই দাপুটে অভিনেতা।

দীর্ঘদিন মঞ্চে অভিনয় করেছেন রুমি। থিয়েটার বেইলি রোডের আলোচিত ‘এখনও ক্রীতদাস’ নাটকে অনবদ্য অভিনয় করেছেন রুমি । আলোচিত ধারাবাহিক নাটক ‘কোন কাননের ফুল’ নাটক দিয়ে তার শোবিজে অভিষেক । চলচ্চিত্রেও অভিনয় করেছেন৷ বর্তমানে তার অভিনীত ‘বকুলপুর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।

আরও খবর

                   

সম্পর্কিত