বিনোদন ডেস্ক ১৪ জুলাই ২০২৪ , ২:১১:৫০ প্রিন্ট সংস্করণ
গেল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ১৫০তম ছবি ‘সারফিরা’। ছবিটি বক্স অফিসে প্রথম দিন ভারতে আয় করেছে মাত্র ২.৪০ কোটি রুপি, যা অভিনেতার ক্যারিয়ারের গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন! খবর হিন্দুস্তান টাইমসের।
‘সারফিরা’ ২৫০০টি পর্দায় মুক্তি পেলেও দর্শকের অভাবে প্রথম দিনের পর অনেক জায়গাতেই শো-বন্ধ হয়ে গেছে। অনেক সিনেমা হলই ‘সারফিরা’ সরিয়ে আবার ‘কল্কি ২৮৯৮’ উঠিয়েছে।‘বেল বটম’, ‘সেলফি’ এবং ‘মিশন রানীগঞ্জ’র পরে ‘সারফিরা’ চতুর্থ ছবি যেটি ৩ কোটি রুপির নিচে আয় করেছে মুক্তির প্রথম দিন। চলতি বছর ঈদে মুক্তি পাওয়া অক্ষয়-টাইগারের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুক্তির প্রথম দিন ১৫.৬৫ কোটি রুপির ব্যবসা করেছিল।
অক্ষয়ের সবশেষ হিট সিনেমা ছিল ‘ওএমজি টু’। সিনেমাটি ২০২৩ সালে আগস্ট মাসে এসেছিল, লড়াই করেছিল ‘গদর টু’-এর সাথে। এরপর টানা ফ্লপ হচ্ছে অক্ষয়ের ছবি।
সারফিরা ছবিটি ২০২০ সালে মুক্তি পাওয়া সুধা কোঙ্গারার তামিল ভাষায় ‘সুরারাই পোট্রু’র রিমেক। ওই অভিনয় করেছিলেন সুরিয়া। ‘জি আর গোপীনাথের স্মৃতিকথা সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি’ অবলম্বনে নির্মিত হয় সিনেমাটি।
এই সিনেমায় অক্ষয়কে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা গেছে, যিনি স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাসের মতো অভিনেতা-অভিনেত্রীরা।