বিনোদন

মুক্তি পাচ্ছে ভারতীয় অভিনেতা ইন্দ্রনীলের বাংলাদেশি সিনেমা ‘নন্দিনী’

  বিনোদন ডেস্ক ১২ জুলাই ২০২৪ , ৩:৫১:০৯ প্রিন্ট সংস্করণ

মুক্তি পাচ্ছে ভারতীয় অভিনেতা ইন্দ্রনীলের বাংলাদেশি সিনেমা ‘নন্দিনী’
ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত বাংলাদেশি সিনেমা ‘নন্দিনী’ আগামী ২ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

পরিতোষ বাড়ৈয়ের ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘নন্দিনী’। সিনেমায় ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নাজিরা মৌ। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ অনেকেই।

সোয়াইবুর রহমান রাসেল বলেন, বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘নন্দিনী’। নন্দিনীর চরিত্রে দেখা যাবে মৌকে। আর ইন্দ্রনীল হয়েছেন পলাশ, যিনি একজন সাংবাদিক। সিনেমার শুটিং শেষ হয়েছে অনেকদিন আগে। বিভিন্ন কারণে মুক্তি পিছিয়েছিল। অবশেষে মুক্তি পাচ্ছে। এই সিনেমায় শিল্পীদের অভিনয় আর গান দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।

‘নন্দিনী’ সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান, ন্যান্সি, কোনাল, সালমা, কাজী শুভ, স্বরলিপি ও দোলা।

আরও খবর

                   

সম্পর্কিত