প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ১:২৯:৪৪ প্রিন্ট সংস্করণ
এক সময় হাজারও তরুণ-তরুণীর আইডল ছিল সাবেক তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত মিথিলা।
তবে ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটে। মন ভেঙে যায় অনুরাগীদের। বিচ্ছেদের প্রায় ৭ বছর হতে চলল।
এর মধ্যে তাদের দুজনকে কখনও একসঙ্গে পর্দায় দেখা যায়নি। মাঝে একটি ই-কমার্স সাইটের লাইভে এসেছিলেন তারা। তাহসান-মিথিলা ভক্তদের জন্য সুখবর, অভিমান ভুলে নতুন একটি ওয়েব সিরিজে আসছেন তারা। ৭ পর্বের এই সিরিজের নাম ‘বাজি’। নির্মাণ করছেন মাটির প্রজার দেশ’খ্যাত নির্মাতা আরিফুর রহমান।
যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা বা অভিনয়শিল্পীরা।
ইতিমধ্যেই ওয়েব সিরিজের প্রথম ধাপের শুটিং হয়ে গেছে। একটি চার তারকা মানের হোটেলে মাস দুয়েক আগে এই শুটিং হয়। সিরিজে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে ও মিথিলাকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে।