বিনোদন

অপু ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আমাদের মাঝখানে তিড়িং বিড়িং করেন – বুবলী

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ১১:২৫:৩৭ প্রিন্ট সংস্করণ

অপু ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আমাদের মাঝখানে তিড়িং বিড়িং করেন - বুবলী
অপু ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আমাদের মাঝখানে তিড়িং বিড়িং করেন - বুবলী

ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। সম্প্রতি প্রযোজক ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে শাকিব খানকে নিয়ে সংবাদমাধ্যমে একটি বক্তব্য দেন বুবলী।

যেই বক্তব্যে টেনে বুবলীকে খোঁচা দেন নায়িকা অপু বিশ্বাস। সরাসরি দাবি করেন, যারা শাকিব খানের সমালোচনা করেন তাদের সঙ্গেই সখ্যতা বেশি বুবলী। অপুর এই বক্তব্যের বিরোধীতা করেছেন বুবলী।

শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর কোন্দল লম্বা সময় ধরে চলছে। এই কোন্দলের শেষটা কোথায় তার বোধহয় কেউ জানে না। কদিন আগেও বুবলীকে নিয়ে কথা বলেছিলেন অপু বিশ্বাস।

সেই কথার প্রসঙ্গ ধরে বুবলী বললেন, উনি (অপু বিশ্বাস) ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। আমার নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছে।’অপু দাবি করেন, শাকিবের নাম নিয়েই এখন টিকে থাকার চেষ্টা করছেন বুবলী। যেই বক্তব্যের জবাবে এই নায়িকা বলেন, ‘শাকিব আমার পরিবার। আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারাজীবন নেব। পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না। তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন। আর যে মহিলা (অপু বিশ্বাস) এসব বলছে, সে কে? যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিড়িং বিড়িং করেন। সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন।’

আরও খবর

                   

সম্পর্কিত