বিনোদন

পরপর দুই ছবি থেকে বাদ পড়লেন বুবলী

  বিনোদন ডেস্ক ২৫ জুন ২০২৪ , ১:০৯:৪৩ প্রিন্ট সংস্করণ

পরপর দুই ছবি থেকে বাদ পড়লেন বুবলী
চিত্র নয়িকা শবনম বুবলি (ছবি সংগৃহিত)

কিছুদিন আগে এমডি ইকবালের ‘বিট্রে’ ছবি থেকে বাদ পড়েছেন শবনম বুবলী। এবার জসিম উদ্দিন জাকিরের ‘মায়া—দ্য লাভ ২’ থেকেও বাদ পড়লেন তিনি। এরই মধ্যে ছবিটির ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে বলে জানান জসিম। বাকি অংশের শুটিং করার প্রস্তুতিও নিয়েছিলেন।

কিছুদিন আগে এমডি ইকবালের ‘বিট্রে’ ছবি থেকে বাদ পড়েছেন শবনম বুবলী। এবার জসিম উদ্দিন জাকিরের ‘মায়া—দ্য লাভ ২’ থেকেও বাদ পড়লেন তিনি। এরই মধ্যে ছবিটির ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে বলে জানান জসিম। বাকি অংশের শুটিং করার প্রস্তুতিও নিয়েছিলেন।

তবে দুই মাস ধরে বুবলীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জসিম বলেন, ‘ছবিটি হচ্ছে ঠিকই। তবে আমি বুবলী ম্যাডামকে রাখতে পারছি না। রোজার ঈদের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারিনি।

তাই বাধ্য হয়ে অন্য অভিনেত্রী খুঁজছি।

আরও খবর

                   

সম্পর্কিত