বিনোদন

সোনাক্ষীর বিয়েতে থাকছেন সালমান খাঁন

  বিনোদন ডেস্ক ২৩ জুন ২০২৪ , ৪:৪৬:৪৮ প্রিন্ট সংস্করণ

সোনাক্ষীর বিয়েতে থাকছেন সালমান খাঁন
সোনাক্ষীর বিয়েতে থাকছেন সালমান খাঁন। (ছবি সংগৃহিত)

অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার একমাত্র মেয়ে সোনাক্ষীর বিয়ে বলে কথা! আলোর রোশনাই সারা বাড়িতে। জাহিরের বাড়িতেও সাজো সাজো রব। একের পর এক ছবি ও ভিডিও প্রকাশ্যে আসছে। এদিকে, বলিউডের তারকা যুগলের এই বিয়ের অতিথি তালিকাতেও রয়েছে বড় চমক। 

সোনাক্ষীর বিয়েতে থাকছেন সালমান?

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিয়েতে বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে সালমান খানকে। শোনা যাচ্ছে, সোনাক্ষীর আবদারে নাকি তিনি পারফর্মও করবেন। এছাড়া, সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’ সিরিজের পুরো স্টারকাস্ট থাকবেন সোনাক্ষীর বিয়েতে। দেখা যেতে পারে অক্ষয় কুমার, সুভাষ ঘাইকে।

এদিকে বেশ কয়েক বছর ধরেই জাহির ইকবালের সঙ্গে প্রেম সোনাক্ষীর। এ নিয়ে সরাসরি কখনও কিছু বলেননি অভিনেত্রী। তবে জাহিরের সঙ্গে নানা পার্টি, রেস্তরাঁয় দেখা গেছে তাকে। আবার সোশাল মিডিয়াতেও এক সঙ্গে ছবি পোস্ট করেছেন দুজন। লোকসভা ভোট শেষ হওয়ার পরই সোনাক্ষীর বিয়ের গুঞ্জন শোনা যায়। 

আরও খবর

                   

সম্পর্কিত