সারাদেশ

ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলেন যারা

  মো.হেলাল উদ্দিন উজ্জ্বল ৩ মে ২০২৪ , ৭:০৩:৫৩ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া উপজেলা পরিষদনির্বাচনে প্রার্থী হলেন যারা
ছবিঃ সংগৃহীত

প্রতিনিধি:ফুলবাড়িয়া
উপজেলা পরিষদ নির্বাচনে
মনোনয়ন পত্র দাখিলের শেষদিন
২মে বৃহস্পতিবার উপজেলা
নির্বাচন  অফিসের সূত্রে
জানা যায়,

অাসন্ন উপজেলা
পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদে মোট ০৮ জন,
ভাইস চেয়ারম্যান পদে ০৭ জন
এবং মহিলা ভাইস  ভাইস
চেয়ারম্যান পদে ০৫ জন
প্রার্থী মনোনয়নপত্র
দাখিল করেছেন।

  উপজেলা পরিষদ চেয়ারম্যান
পদে মনোনয়ন দাখিল  – মোহাম্মদ
হারুন অর রশীদ, মোঃ রুহুল
আমীন, সেলিমা বেগম সালমা মো.
কামরুজ্জামান, শাহ
মো.আলমগীর, মোহাম্মদ আনোয়ার
হোসেন, মো. মফিজ উদ্দিন
মন্ডল, মোহাম্মদ শরাফ
উদ্দিন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে
– মো. আঃ কদ্দুস, মো.রফিকুল
ইসলাম, মো. সাইদুল ইসলাম,
মো.কামরুজ্জামান,
মো.কামরুজ্জামান ( পারভেজ),
মো.কবির হোসেন, রাজু আহাম্মদ

উপজেলা পরিষদ মহিলা ভাইস
চেয়ারম্যান পদে -সংগিতা
রানী সাহা,পারভীন সুলতানা,
মোছাঃ নাসিমা আকন্দ,মোছাঃ
রুপা আক্তার,আসমা  মনোনয়ন
পত্র দাখিল করেছেন বলে
জানিয়েছেন ফুলবাড়িয়া
উপজেলা নির্বাচন অফিসার
তাজুল রায়হান।

আরও খবর

                   

সম্পর্কিত