রাজনীতি

উপজেলা নির্বাচনে প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৫ প্রার্থী

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৪ , ১২:১১:১৬ প্রিন্ট সংস্করণ

উপজেলা নির্বাচনে প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৫ প্রার্থী
ছবি : সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪৮ উপজেলায় ভোট গ্রহণ করা হবে।]

এতে তিন পদে ২৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ছয়জন,ভাইস চেয়ারম্যান ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান১০ জন নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।


গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন ১৯৮ জন প্রার্থী। যার ফলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে তিন পদে ভোটের মাঠে লড়বেন এক হাজার ৬৯৩ জন প্রার্থী। প্রথম ধাপে ১৫০ উপজেলার তফসিল ঘোষণা করলেও পার্বত্য চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযান চলায় তিন উপজেলার ভোট স্থগিত করেন কাজী নির্বাচন কমিশন, যার মধ্যে দু’টি উপজেলার ভোট প্রথম ধাপে হওয়ার কথা ছিল। ফলে প্রথম ধাপে আগামী ৮ মে ভোট হবে ১৪৮ উপজেলায়।ইসির অতিরিক্ত সচিব ফরহাদ জানান, মাদারীপুরের শিবচর, বাগেরহাট সদর, মুন্সীগঞ্জ সদর এবং ফেনীর পরশুরাম উপজেলায় তিনটি পদেই একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া গাইবান্ধার সাঘাটা ও নাটোরের সিংড়ায় চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামী ৮ মে প্রথম ধাপের ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এই তিন পদে প্রথম ধাপে মোট ১৮৯০ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে বাছাইয়ে বাতিল হয়েছে ১০৪ জনের মনোনয়নপত্র।

আরও খবর

                   

সম্পর্কিত