ডুয়েট প্রতিনিধি ৬ জুলাই ২০২৪ , ৮:৪৮:৩৫ প্রিন্ট সংস্করণ
দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে ডুয়েটের শহীদ তাজউদ্দীন আহমদ (এসটিএ) হলের মানহীন নিম্নমানের লিফট।কতৃপক্ষ দেখেও না দেখার ভান করে থাকে বলে জানিয়েছেন এসটিএ হলের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আটতলা বিশিষ্ট বহুতল ভবন এসটিএ হলের জন্য দুইটি লিফট বসানো হলেও ছয়মাসের মাথায় লিফট গুলো নষ্ট হয়ে যায়।এরপর থেকে সাপ্তাহে অন্তত দুই থেকে তিনবার মেরামত করেও ঠিকঠাক ভাবে লিফট সার্ভিস পাচ্ছে না উক্ত হলের শিক্ষার্থীরা।
সর্বশেষ প্রায় পনের দিন ধরে হলের দুইটি লিফটের মধ্যে একটি লিফট নষ্ট হয়ে পড়ে আছে।পনেরো দিনেও লিফট ঠিক না হওয়াতে শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
শিক্ষার্থীরা কতৃপক্ষের দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে বলেছে –
লিফট বসানোর দায়িত্বে যারা আছে তারা মানহীন নিম্নমানের লিফট বসিয়ে আমাদের এই ভোগান্তি ফেলেছে।
ভার্সিটির প্রায় সব লিফট একই কোম্পানির এবং সব গুলো লিফট নিম্নমানের।
এই কাজের সাথে যারা জড়িত ছিল তাদের কোন দূর্নীতির কারণে এই অবস্থা হয়েছে কিনা তা সঠিক তদন্ত করা দরকার এবং তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে উক্ত হলের শিক্ষার্থীরা।