শিক্ষা

শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের

  অনলাইন ডেস্ক ৩ জুলাই ২০২৪ , ৪:১৬:১২ প্রিন্ট সংস্করণ

সংগৃহিত ছবি

সর্বজনীন পেনশন স্কিমের (প্রত্যয়) প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির কারণে প্রায় অচল সব বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,”বুধবার সন্ধ্যায় কাদের সাহেব আমাদের সঙ্গে মিটিংয়ের সময় দিয়েছিলেন। কিন্তু পরে সেটি তিনি বৃহস্পতিবার সকালে ঠিক করেছেন।”

অবস্থান কর্মসূচি চলবে কি না জানতে চাইলে নিজামুল হক বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলতে থাকবে।’

দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা কর্মচারীরা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। আজও বন্ধ আছে ক্লাশ-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালন করা হচ্ছে অবস্থান কর্মসূচীও। আন্দোলনরত শিক্ষকরা প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক দাবি করছেন। এছাড়া তাদের দাবি সুপারগ্রীডে উন্নীত করাসহ আলাদা বেতন স্কীম ঘোষণারও।

আরও খবর

                   

সম্পর্কিত