শিক্ষা

সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে রাবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি

  রাঙামাটি প্রতিনিধি ২ জুলাই ২০২৪ , ১০:৩১:২৯ প্রিন্ট সংস্করণ

সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে রাবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে রাবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি

গত ১৩ই মার্চ ২০২৪ তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন (প্রত্যয় স্কিম) সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীরা আজ সোমবার (১ জুন) হতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন।

গত রবিবার (৩০ জুন) রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি গৌরব চাকমা ও সাধারণ সম্পাদক মোসাঃ হাবিবা এর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৩ই মার্চ, ২০২৪ তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন (প্রত্যয় স্কিম) সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে ঘোষিত কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে রাবিপ্রবি শিক্ষক সমিতি আগামী ১ জুলাই, ২০২৪ তারিখ হতে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছে।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বাত্মক কর্মবিরতি আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাসসমূহ বন্ধ থাকিবে, মিড টার্ম- ফাইনাল ও মৌখিক কোন পরীক্ষা অনুষ্ঠিত হবেনা, কোন ধরনের সেমিনার-কনফারেন্স ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে না। এতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক কোন প্রশাসনিক দায়িত্ব পালন করবেন না।

উল্লেখ্য যে, গত বছর সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ প্রণয়ন করা হয়। গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম নিয়ে প্রজ্ঞাপন জারি করে।
সেখানে বলা হয়, চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা নতুন যোগ দেবেন, তারা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন-সুবিধা পাবেন না। তার পরিবর্তে নতুন চাকরিজীবীদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এ স্কিমে অন্তর্ভুক্ত থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত