নিজস্ব প্রতিনিধি ২৬ জুন ২০২৪ , ২:৪৭:৫৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শেখ মুজিব ডিগ্রি কলেজের অধ্যায়নরত ২০২৪ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৬ জুন) সকাল ১০ ঘটিকার সময় শেখ মুজিব ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মুজিব কলেজের গর্ভনিং বডির সভাপতি মোছাঃ রাবিয়া খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, এ ছাড়াও বক্তব্য রাখেন কলেজের প্রভাষকবৃন্দ, চড়পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদায়ী শিক্ষার্থী বৃন্দ সহ অনেকেই।
প্রধান অতিথি, এইচ.এস.সি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়,এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র।
এখান থেকে তোমরা এইচ.এস.সি পরীক্ষা সম্পূর্ণ করে বিভিন্ন স্ব-নামধন্য বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা আসবে।
তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন,তোমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরিক হিসেবে গড়ে উঠো। আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে এবং আলোকিত মানুষ হবে।
অনুষ্ঠান শেষে এইচ.এস.সি বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।