সারাদেশ

ফুলবাড়ীয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ 

  ফুলবাড়িয়া (ময়মনসিংহ)প্রতিনিধিঃমোঃহেলাল উদ্দিন উজ্জ্বল ২২ মে ২০২৪ , ১০:০৭:২০ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ 

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ২ দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (২০ মে)  সকালে রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ স্লোগানে এবং অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসাইন। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলহাজ্ব নূরুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা সমন্বিত কার্যালয়ের উপ সহকারী পরিচালক শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা একাডেমি সুপারভাইজার মোহসিনা বেগম, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক একেএম রুহুল আমিন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি পারভীন আখতার রেবা। 

বক্তারা বলেন, দুর্নীতি দমন কমিশন সরকারি পরিসেবায় দুর্নীতি হচ্ছে কিনা তা লক্ষ্য রাখে। যারা দুর্নীতি করে তারা মানষিকভাবে মৃত। প্রত্যেকের উচিৎ নীতির বাহিরে কোন কাজকে সমর্থন না দেওয়া। সব সময় যে কোন মূল্যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করে গণপ্রচারমূলক কাজ চালিয়ে যেতে হবে। 

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা। এছাড়া রানার্সআপ পুরস্কার গ্রহণ করেন পলাশীহাটা স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতার প্রথম দিনের দুই গ্রুপের বিজয়ীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত