সারাদেশ

একই স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে জমজ দুই বোন

  প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ১২:৫৮:০৯ প্রিন্ট সংস্করণ

একই স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে জমজ দুই বোন
একই স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে জমজ দুই বোন

এবারের এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের দুই যমজ বোন জিপিএ-৫ পেয়েছে। তাদের এমন সাফল্যে খুশি পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা।

তারা হলো- অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্ণা। তারা শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী।তাদের আচার আচরণ, অভ্যাস সবই একই রকম, পড়াশোনাও একসাথে।

অর্পা ও অর্ণা পৌর শহরের আদালত রোডের ওয়ালটন প্লাজার সিনিয়র এস্টিকিউটিভ ম্যানেজার অনুপ কুমার সাহা ও গৃহিণী সুস্মিতা ঘোষ দম্পতির যমজ মেয়ে। তারা একসঙ্গেই বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

অর্পিতা সাহা অর্পা জানায়,ভবিষ্যতে সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন চিকিৎসক হতে চায়। দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার স্বপ্ন দেখছে সে। তার স্বপ্ন বাস্তবায়নে সকলের আর্শিবাদ কামনা করেছে সে।

অর্মিতা সাহা অর্ণা জানায়,সেনাবাহিনীর একজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে সে। স্বপ্ন পূরণে সকলের আর্শিবাদ কামনা করেছে অর্ণা।

আরও খবর

                   

সম্পর্কিত