শিক্ষা

এসএসসি উত্তীর্ণদের ডিপ্লোমায় ভর্তি হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

  প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৮:০০:১০ প্রিন্ট সংস্করণ

এসএসসি উত্তীর্ণদের ডিপ্লোমায় ভর্তি হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
ছবিঃ সংগৃহীত

দেশের অন্যতম বড় পাবলিক পরীক্ষা এসএসসি’র ফল ঘোষণা হয়েছে আজ।মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের বিভিন্ন ডিপ্লোমা কোর্স করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

১২ মে দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন,আজ যারা (এসএসসি উত্তীর্ণ) উত্তীর্ণ হয়েছে, সেসব ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশে বলতে চাই- প্রধানমন্ত্রীর কল্যাণে বৃত্তিমূলক শিক্ষায় ব্যাপক প্রসার হচ্ছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে এক লাখ ৮০ হাজারের বেশি অনুমোদিত নানা ধরনের আসন আছে।

শিক্ষামন্ত্রী বলেন,যারা উচ্চশিক্ষায় যেতে চায় না,তাদের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তির সুযোগ রয়েছে। এখানে তাদের চাকরির সুযোগ থাকবে।

তিনি বলেন,ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি, রেডিওলজিসহ স্বাস্থ্য সেবার সঙ্গে সম্পর্কিত নানা ধরনের কোর্স আছে সেখানে ভর্তি হতে। সেখানে ডিপ্লোমা শেষ করে কেউ উচ্চশিক্ষার প্রক্রিয়ায় আসতে চায় তাহলে সে দরজাও খোলা রয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত