সারাদেশ

চবিতে ভর্তি হতে দিতে হবে ডোপ টেস্ট,পজিটিভ হলে ভর্তি বাতিল

  প্রতিনিধি ৬ মে ২০২৪ , ১১:৩৮:০০ প্রিন্ট সংস্করণ

চবিতে ভর্তি হতে দিতে হবে ডোপ টেস্ট,পজিটিভ হলে ভর্তি বাতিল
ছবিঃ সংগৃহীত

ভর্তি প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে ডোপ টেস্ট অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শিক্ষার্থী ডোপ টেস্টে পজিটিভ হলে তার ভর্তি বাতিল করা হবে।

গতকাল রোববার ভর্তি সংক্রান্ত ডিন’স কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

তিনি বলেন, আমরা ডিন’স কমিটির সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের ভর্তি পরীক্ষার কাগজপত্রের সঙ্গে ডোপ টেস্টের একটি সার্টিফিকেট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পজিটিভ এলে আমরা তাদের ভর্তি বাতিল করবো।

আরও খবর

                   

সম্পর্কিত