ডুয়েট প্রতিনিধি ১২ আগস্ট ২০২৪ , ১১:৫০:৩১ প্রিন্ট সংস্করণ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। এ ছাড়া পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার হিমাংসু ভৌমিক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো. নজরুল ইসলাম, যান্ত্রিক বিভাগের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং প্রো-ভিসি ড. আবদুর রশীদ
বিষয়টি নিশ্চিত করেছেন ডুয়েটের সদ্য পদত্যাগ করা রেজিস্ট্রার ড. হিমাংশু ভৌমিক।
হিমাংশু ভোমিক বলেন, ছাত্রদের অন্যান্য দাবি প্রশাসনিক সিদ্ধান্ত। সেটি এই মুহূর্তে সম্ভব নয়। ছাত্রদের অনেক দাবির সঙ্গে আমরা একমত।
সোমবার সকাল থেকে ৪ দফা দাবি আদায়ে ডুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ও রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে— ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ; যান্ত্রিক বিভাগের পরিচালক ড. মোস্তাফিজুর রহমানের অপসারণ; ইস্কন, হিজবুত তাহরিরসহ সব ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা; সর্বশেষ সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের চাকরি থেকে অপসারণ।
এ বিষয়ে ডুয়েট সাংবাদিক সমিতির সদস্য আরমান চৌধুরী বলেন, আমরা সকালে ভিসির পদত্যাগপত্র হাতে পেয়েছি। প্রো-ভিসি, রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের পদত্যাগ পত্র বিকালে হাতে পেয়েছি, আমাদের ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাশে ফিরব না।