শিক্ষা

ছাত্র আন্দোলনে চোখ হারালেন এইচএসসি শিক্ষার্থী জুবায়ের

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৪ , ৫:৪৯:৪৮ প্রিন্ট সংস্করণ

ছবি :সংগৃহীত

ছাত্র আন্দোলনে সংঘর্ষে চলাকালে পুলিশের ছোড়া বুলেটে এক চোখ হারিয়েছেন জুবায়ের হাসান জিহাদ। তিনি সিরাজগঞ্জর কামারখন্দ উপজেলার সরকারি হাজি কোরপ আলি মেমোরিয়াল কলেজের এইচএসসি শিক্ষার্থী। 

গত ১৬ জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের র‌্যালি বের করা হয়। পরে রেলগেট এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া গুলি তার বাম চোখে লাগে। এতে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে শহরের ডা. এম এ মতিন চক্ষু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয় এবং দু’টি অপারেশন করা হয়।   

 জুবায়ের জানান, আমি আমার চোখ দিয়ে দেশের বিজয় আনতে পেরেছি। এখন শুধু একটাই চাওয়া আমার এই চোখ দিয়ে যেন স্বাধীন দেশকে স্বাধীনভাবে দেখতে পারি।

বিডি-প্রতিদিন

আরও খবর

                   

সম্পর্কিত