শিক্ষা

শেরপুরে দুই এইচএসসি পরীক্ষার্থীর জামিন

  শেরপুর প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৯:৪৩:১১ প্রিন্ট সংস্করণ

চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে শেরপুরে গ্রেপ্তার হওয়া দুই এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। শনিবার (৩ আগস্ট) সাপ্তাহিক বন্ধের দিন থাকলেও শেরপুর জিআর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ দুপুরে ওই দুই পরীক্ষার্থীদের জামিনের আদেশ দেন। 

শিক্ষার্থীরা হলেন ওমর ফারুক ও রাজন মিয়া। তাদের বাড়ি নালিতাবাড়ী উপজেলায়। এর আগে গত ২০ জুলাই তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা আদালতের ওসি খন্দকার শহীদুল ইসলাম।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সভাপতি মুরাদুজ্জামান মুরাদ বলেন, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ প্রশাসন যে মারমুখী ভুমিকা নিয়েছে তাতে নিরীহ অনেক ছাত্র-জনতা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে। অনেকে আন্দোলনে না গিয়েও গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে দুইজন চলমান এইচএসসি পরীক্ষার্থী। 

তিনি বলেন,আমরা বিষয়টি বিজ্ঞ আদালতের নজরে এনেছি। তাদের কাগজপত্র দেখিয়েছি। বিষয়টি বিবেচনায় এনে আদালত তাদের জামিন দিয়েছেন।

আরও খবর

                   

সম্পর্কিত