ক্যাম্পাস প্রতিনিধি: জাকিয়া সুলতানা শিমু ১ আগস্ট ২০২৪ , ৭:২৭:০১ প্রিন্ট সংস্করণ
সারা দেশে ছাত্রহত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ এবং বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ’ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং সমন্বয়কসহ ১২ জন শিক্ষার্থীকে থানায় নিয়ে গেছে।
ববির সমন্বয়ক আইন বিভাগের শহিদুল ইসলাম শাহেদ জানান,পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে এসে আমাদের সমন্বয়কের ৭-৮ জনকে আটক করে পুলিশ।পরে অনেকে স্বেচ্ছায় পুলিশের সাথে যেতে চাইলে তাদেরকেও নিয়ে যায় পুলিশ।সমন্বয়ক ভূমিকা সরকার তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ১১টা ৩৫ মিনিটে পোস্ট দেন, আমরা এরেস্টেড। বন্দর থানায়।
শিক্ষার্থীরা আরো বলেন, সারা দেশে ছাত্রহত্যা, শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থীদের গ্রেপ্তার, হয়রানির প্রতিবাদে আজ বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ‘ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ’ হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেওয়া হয় এবং সেখানে অবস্থান নেয় পুলিশ।তখন বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে থেকে ১২ জনকে আটক করে থানায় নেওয়া হয়।
আটক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সজীব।
এ ছাড়া অন্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন পরিবেশ ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তমাল, ইংরেজি বিভাগের অনিকা সিঁথি, সিবাত আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ, অর্থনীতি বিভাগের শেখ ইমন। অন্যদের নাম জানা যায়নি।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিলেও তারা কোনো সাংবাদিকদের ফোন ধরেন না।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান আজ দুপুরে বলেন, ১২ জনকে থানায় নেওয়া হয়েছে। তবে তাঁদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি যাতে শান্ত থাকে এবং তাদের নিরাপত্তার কথা ভেবেই হেফাজতে রাখা হয়েছে। কিছু সময় পর তাঁদের ছেড়ে দেওয়া হবে।