শিক্ষা

ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীরা

  অনলাইন ডেস্ক ৩১ জুলাই ২০২৪ , ৬:৩০:১৮ প্রিন্ট সংস্করণ

ছবি: ফোকাস বাংলা

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুরে ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।

প্রায় আধা ঘণ্টা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।দুপুরে শতাধিক শিক্ষার্থী মিছিল সহকারে সুপ্রিম কোর্টের মাজারগেটে উপস্থিত হন। সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল। আন্দোলনকারীদের আটকাতে আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। পাশাপাশি বন্ধ করা হয় সুপ্রিম কোর্টের মাজারগেট।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে দুপুরে শতাধিক শিক্ষার্থী মাজার গেটের সামনে অবস্থান নেন। এর মধ্যে, ঢাবি, বুয়েট, নর্থ সাউথ, ব্র্যাক, গ্রিন ইউনিভার্সিটি ও ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।

আরও খবর

                   

সম্পর্কিত