অনলাইন ডেস্ক ৩০ জুলাই ২০২৪ , ৭:০৯:০০ প্রিন্ট সংস্করণ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা দ্রুত শেষ করা ও স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।
সোমবার (২৯ জুলাই) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়।
ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ ড. মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে এ সভায় কোমলমতি শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুযোগে স্বাধীনতা ও দেশবিরোধী একটি মহলের নজিরবিহীন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানানো হয়। নিহতদের আত্মার মাগফিরাতও কামনা করেন তারা।