শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই :শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৪ , ১১:১১:৫৯ প্রিন্ট সংস্করণ

ছবিঃ সংগৃহীত

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই।

সোমবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে,এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই। আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে সে বা কী হয়েছে, সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারবো।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি এখনও এতটা এলো না। আপনারা যেমন করে বলেছেন, কিছু কিছু জায়গায় নেমেছে, কিন্তু কারা, কতজন সে তথ্য আমাদের কাছে নেই। যখন বিস্তারিত জানতে পারব তখন আপনাদের জানাবো।’

আরও খবর

                   

সম্পর্কিত