ডুয়েট প্রতিনিধি ১৭ জুলাই ২০২৪ , ৫:৫৬:৫৩ প্রিন্ট সংস্করণ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়সমূহের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ডুয়েট শিক্ষক সমিতির বিবৃতি।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিগত কয়েকদিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা ও মৃত্যুর ঘটনা ঘটেছে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। শিক্ষক সমিতি মনে করে, স্বাধীন ও গণতান্ত্রিক দেশে সকলেরই নিয়মতান্ত্রিক মত প্রকাশের অধিকার রয়েছে। বল প্রয়োগ করে তা বন্ধের প্রচেষ্টা স্বাধীনতার চেতনা পরিপন্থী।
এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সম্মানিত শিক্ষকরাও নিপীড়নের শিকার হয়েছেন। শিক্ষকদের এভাবে নিপীড়িত হওয়ার ঘটনায় ডুয়েট শিক্ষক সমিতি গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।
উল্লেখ্য যে, গত ১লা জুলাই থেকে ডুয়েট শিক্ষক সমিতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষকদের অধিকার আদায়ের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে আমলে নিয়ে অতিদ্রুত সমাধান করে বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সরকারের দায়িত্বশীল মহলকে আহবান জানাচ্ছে।