শিক্ষা

শিক্ষার্থীদের চাপের মুখে ডুয়েট প্রশাসনের সিদ্ধান্ত বদল, হল খোলা রাখার সিদ্ধান্ত

  ডুয়েট প্রতিনিধি ১৭ জুলাই ২০২৪ , ৩:৫৪:১৩ প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীদের চাপের মুখে ডুয়েট প্রশাসনের সিদ্ধান্ত বদল, হল খোলা রাখার সিদ্ধান্ত
শিক্ষার্থীদের চাপের মুখে ডুয়েট প্রশাসনের সিদ্ধান্ত বদল, হল খোলা রাখার সিদ্ধান্ত

দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কিন্তু এ সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুৃয়েট) শিক্ষার্থীরা। আজ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ডুয়েট প্রশাসন সিদ্ধান্ত বদল করে সকল শিক্ষার্থী হলে থাকতে পারবে এবং তাদের সকল প্রকার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়। 

বুধবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ডুয়েট প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। আন্দোলনের মুখে ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার অধ্যাপক মোস্তাফিজুর রহমান এ অনুমতি দেন।  

সেই সাথে সকলকে নির্দেশনা দিয়েছে এখন থেকে আইডি কার্ড ব্যতীত কোন শিক্ষার্থী গেট দিয়ে যাতায়াত করতে পারবেনা এবং বহিরাগত কোন ব্যক্তি ডুয়েটে প্রবেশ করতে পারবেনা।

আরও খবর

                   

সম্পর্কিত