প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৪ , ১০:৪২:২৪ প্রিন্ট সংস্করণ
টানা ষষ্ঠ দিনের মতো দেশের বাজারে সোনার দাম কমল। এবার সবচেয়ে ভালো মানের/২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার বিকেলে এই মানের স্বর্ণে ভরিতে ১১৫৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এ নিয়ে চলতি মাসে টানা ৬ দফা কমানো হলো স্বর্ণের দাম।গত ২৭ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩এপ্রিল চার দফা সোনার দাম কমানো হয়েছে । ২৭ এপ্রিল এক ভরি সোনার দাম ৬৩০ টাকা, ২৫ এপ্রিল এক ভরি সোনার দাম ৬৩০ টাকা, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ টাকা এবং ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়। আজ আবার দাম কমানোর মাধ্যমে ৬ দফায় ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ৯৬৭ টাকা কমল।
এ নিয়ে গত, ১২ দিনের ব্যবধানে দেশের বাজারে ৯ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। যার মধ্যে ৭ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হয়েছে ২ বার। সবশেষ ৬ দফা সমন্বয়েই কমেছে সোনার দাম।