বিনোদন ডেস্ক ১২ জুন ২০২৪ , ১২:৩৩:১৭ প্রিন্ট সংস্করণ
স্যুট-প্যান্টের সঙ্গে টাই। ব্লেজারের পকেটে বড় আকারের একটি গোলাপ ফুল। চোখে সানগ্লাস। চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রাখা। হাতে ভারী অস্ত্র। পরিপাটিতে যেন গানের যুবরাজ। কণ্ঠশিল্পী আসিফ আকবর এমন ডনরূপে হাজির হচ্ছেন একটি মিউজিক্যাল ফিল্মে। গানটির শিরোনাম ‘দ্য লাস্ট ডন’। এটি গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন তিনি।
সংগীতশিল্পী আসিফ আকবরকে নিয়ে ‘আগুন’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন সৈকত নাসির। ২০১৭ সালে প্রকাশিত সেই গানচিত্রটি বেশ প্রশংসিত হয়েছিল। এবার এই জুটি নিয়ে আসছেন আবারও একটি মিউজিক ভিডিও। এর শিরোনাম ‘দ্য লাস্ট ডন’। যাতে বলা হয়েছে একটি গল্প। নির্মাতা ও গায়কের ভাষ্যমতে, এটি একটি মিউজিক্যাল ফিল্ম। ঈদের দিন (১৭ জুন) বিকেলে আসিফের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি।
মিউজিক ভিডিওটির গল্পভাবনা আসিফ আকবরের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন একটা গান ও মিউজিক্যাল ফিল্মের ভাবনা ছিল অনেক আগে থেকে। অনেক দিন সময় নিয়ে পরিকল্পনা সাজিয়েছি। গানের মধ্যে মূল চরিত্রটি করেছি আমি। যথারীতি সিনেমার মতো অভিনয় করতে হয়েছে এখানে। এটি আমার জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। দর্শক আমাকে একেবারেই নতুন রূপে দেখতে পাবেন। গানটি আমাদের সংগীতাঙ্গনে নতুন একটি ট্রেন্ড সৃষ্টি করবে।
গানটির পরিচালক সৈকত নাসির বললেন, এই কাজটার শুটিং পরিকল্পনা আর প্রস্তুতি মিলিয়ে প্রায় ছয় মাস লেগেছে। আসিফ ভাইয়ের পরামর্শ অনুযায়ীই সাজানো হয়েছে পুরো চিত্র। তিনি অনেক দিন ধরে এমন প্রতিবাদী গল্পের গান নিয়ে ফিল্ম করার কথা ভাবছিলেন। তিনটি অ্যাকশন দৃশ্য রয়েছে। প্রতিটি দৃশ্য আসিফ ভাই নিজে করেছেন। সত্যি বলতে কী, কাজের প্রতি তাঁর ডেডিকেশন আমাকে আগেও মুগ্ধ করেছে, এবারও। আমরা আশা করছি, এই ঈদের আলোচিত একটি কাজ হতে যাচ্ছে এটি।