প্রতিনিধি ২ মে ২০২৪ , ৮:৫৫:০০ প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার বুড়িচং, দেবিদ্বার, সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
বিকেল ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন, বুড়িচং উপজেলার পাঁচোড়া নোয়াপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. আলম হোসেন ও দেবিদ্বার ধামতী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোখলেছুর রহমান ,জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলামও চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে দৌলতুর রহমান।
সংশ্লিষ্ট থানা পুলিশ-প্রশাসন ও স্থানীয় সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে