অপরাধ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ১৭

  Ockotwali Mymensingh ১০ মে ২০২৪ , ২:১৩:১১ প্রিন্ট সংস্করণ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ১৭
২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ১৭

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৯/০৫/২০২৪ তারিখ গ্রেফতার ১৭জন।গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
অটো রিক্সা/গাড়ী চোর চক্রের সক্রীয় ০৭ আসামীকে চোরাই অটোগাড়ী কেনা বেচারসময় গ্রেফতার সহ মোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়।


এসআই(নিঃ) দেবাশীষ সাহা এবং এসআই (নিঃ) মনিতোষ মজুমদার কোতোয়ালী
মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা সহ আশপাশ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া সংঘবদ্ধ অটো/মিশুক গাড়ী চোর চক্রের আসামী ১।
মোঃ জাহাঙ্গীর (২৬), পিতা-লিটন, সাং-মাছিমপুর, থানা-ঈশ^রগঞ্জ, ২। মোঃ জসিম (২৭),
পিতা-গিয়াস উদ্দিন, সাং-বারুনাকান্দা, থানা-নান্দাইল, উভয় জেলা-ময়মনসিংহ, ৩।
আলম মিয়া (৪২), পিতামৃত-শের খান, সাং-কান্দুলিয়া, থানা-নেত্রকোনা সদর, জেলা-
নেত্রকোনা, ৪। শিপন (২৭), পিতা-আবু ছাত্তার, সাং-বারুনাকান্দা, থানা-নান্দাইল, জেলা-
ময়মনসিংহ, ৫। মোঃ সোহেল (২৫), পিতা-আক্কাস আলী, সাং-কামারিয়া, থানা-
তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, ৬। হৃদয় আহম্মেদ রবিন (২২), পিতা-আঃ কুদ্দুস, সাং-
মাদবপুর (আবাসন), থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, ৭। মোঃ রমজান আলী (৪০),
পিতামৃত-ইমান আলী, সাং-কোদালিয়া, সর্ব থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহদের
গ্রেফতার সহ তাহাদের হেফাজত হইতে ০৪টি অটো রিক্সা/গাড়ী উদ্ধার করা হয়।


এসআই(নিঃ) শুভ্র সাহা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও
ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামরার আসামী আরিফ
মিয়া(১৯), পিতা-মোঃ শামছুদ্দিন, মাতা-শিল্পী , সাং-চক ছত্রপুর (গুদারাঘাট), থানা-
কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ রুবেল মিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয়
অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জনসাধারনের চলাচলে
বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী রাজু (৩৫), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-আকুয়া
সিকদার বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) অসীম কুমার দাস, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয়
অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পাটগুদাম ব্রীজ এলাকা
হইতে সংঘবদ্ধ চোর লিটন চন্দ্র দে (৪৫), পিতা- কানাই চন্দ্র দে, সাং- কালী বাড়ী
লোকনাথ মন্দিরের পিছনে, জনৈক সাগর এর বাসার ভাড়াটিয়া (ভাসমান), থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ)/দেবাশীষ সাহা, সাইদুর রহমান, মোঃ রুবেল মিয়া,
এএসআই(নিঃ) রফিকুল ইসলাম ও হুমায়ুন কবির প্রত্যেকে থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া ০৭ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।

গ্রেফতারীকৃত পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা-

১। অজয় চন্দ্র দেবনাথ, সুকুমার চন্দ্র দেব নাথ, সাং-আটানি পুকুর পাড় (পাটগুদাম
রোড), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
২। মোঃ মোস্তফা (নিকাহ রেজিষ্টার আঃ মান্নান এর সহকারী) পিতা-মৃত আলতাব
হোসেন, গ্রাম-গোহাইল কান্দি পুর্ব অফিস- ১,২ ও ৩ নং ওয়ার্ড কাজী অফিস,
কাঠগোলা, থানা-কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
৩। আঃ মান্নান (নিকাহ রেজিষ্টার), পিতা-মৃত. আলতাব হোসেন, গ্রাম- ১,২ ও ৩ নং
ওয়ার্ড কাজী অফিস কাঠগোলা, থানা-কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহ

৪। মোঃ রবিউল ইসলাম (নিকাহ রেজিষ্টার আঃ মান্নান এর সহকারী, পিতা-মৃত গোলাম
আহমেদ, গ্রাম- ২৬৪/৭ ঢোলাদিয়া, অফিস- ১,২ ও ৩ নং ওয়ার্ড কাজী অফিস,
কাঠগোলা, থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ
৫। হাসিম উদ্দিন, পিতা-মৃত-আবুল হোসেন, সাং-কাঠগোলা, থানা-কোতোয়ালী মডেল,
জেলা–ময়মনসিংহ
৬। মোঃ আকাশ মিয়া (২৬), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, গ্রাম-চর নিলক্ষীয়া
(সাথিয়াপাড়া বড়বাড়ী, থানা-কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
৭। মোঃ রাজিব, পিতা-মোঃ মুনছুর আলী, গ্রাম-গলগন্ডা কোনাপাড়া, থানা-ময়মনসিংহ
সদর, জেলা-ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে
প্রেরন করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত