অপরাধ

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

  প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৮:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ

মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড
মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মিয়া ওরফে লয়েট নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি রফিক হাসনাইন জানান, ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে মিঠাপুকুর উপজেলার পূর্ব জয়রামপুর আনোয়ার গ্রামের মনছুর আলীর মেয়ে ও জাফরপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতি আক্তার সাথীকেকরেন পাশের জাফরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে লাভলু মিয়া ওরফে লয়েট। মেয়ের বাবা ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় বাদী ও বিবাদীর সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষ্য প্রদান শেষে এই রায় প্রদান করেন। এ সময় এজলাসে আসামি উপস্থিত ছিলেন। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে মেয়েটির পরিবার।

মামলা দায়েরের পর লয়েটের মা ও বাবাসহ পরিবারের অন্য সদস্যরা মামলা তুলে নেওয়ার হুমকিসহ ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। একপর্যায়ে স্কুলছাত্রী মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাতে বিষপান করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন,রায়ে আসামির মৃত্যুদণ্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।

আরও খবর

                   

সম্পর্কিত