প্রতিনিধি ৯ মে ২০২৪ , ১০:০৬:৪০ প্রিন্ট সংস্করণ
এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন খাগডহর সাকিনস্থ জেলখানা ফেরীঘাটের সামনে ব্রক্ষ্মপুত্র নদের দক্ষিন পাড়ে ফাঁকা জায়গা হইতে ০৭ মে ২০২৪ খ্রিঃ তারিখ ১৮.১৫ ঘটিকায় ২৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১।
মোঃ মোরাদ হোসেন (২৫), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-মোছাঃ মমতাজ বেগম, সাং-কুড়িপাড়া পূর্ব, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি মামলা আছে।
উদ্ধারকৃত ২৭ গ্রাম হেরোইন উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।