প্রতিনিধি ৭ মে ২০২৪ , ৪:০২:৩৯ প্রিন্ট সংস্করণ
সিএমপি’র ডবলমুরিং থানার অভিযানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার দুইজন আসামি গ্রেফতার; ধর্ষণকাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার।
গত ০৩/০৫/২৪ খ্রি. সন্ধ্যা ১৯:০০ ঘটিকায় ডবলমুরিং থানা এলাকা থেকে সাগরপাড়ে ঘুরতে যাওয়ার কথা বলে জনৈক ভিকটিম (১৭)-কে সিএনজিতে তুলে পূর্বপরিচিত সাগর (১৯) ও সিএনজি ড্রাইভার মোঃ আক্তার (৩১) ইপিজেড এলাকার একটি নির্জন জায়গায় গিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। অভিযোগ প্রাপ্তির সাথে সাথে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের নির্দেশনায়,
এডিসি (পশ্চিম) জনাব স্পিনা রানী প্রামাণিকের তত্ত্বাবধানে এবং এসি (ডবলমুরিং জোন) জনাব সব্যসাচী মজুমদারের নেতৃত্বে বিশেষ আভিযানিক টিম নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ০৫/০৫/২৪ খ্রি. রাতে আসামি সাগর ও ০৬/০৫/২৪ খ্রি. রাতে আসামি মোঃ আক্তারকে গ্রেফতার করেন এবং ঘটনায় ব্যবহৃত সিএনজিটি উদ্ধারপূর্বক জব্দ করেন।