প্রতিনিধি ৫ মে ২০২৪ , ৪:০৭:৩৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ৩০/০৪/২০২৪ তারিখ গ্রেফতার ০২ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়ামোট ০২ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) জহিরুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। পারভেজ (২৫), পিতা-মোঃ রতন মিয়া, সাং-খাগডহর
ঘুন্টি মধ্যপাড়া, ২। আলাল উদ্দিন (৩২), পিতামৃত-আল বশির, সাং-খাগডহর ঘুন্টি, উভয় থানা-কোতোয়ালী,
জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) শুভ্র সাহা, কাকন মিয়া প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২ জন
গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোঃ মাহবুবুল হক, পিতা-মোঃ ফজলুল হক, স্থায়ী: (জমশের আলী রোড, ধোপাখলা,(উসওয়াতুল হাসানাহ
কিন্ডার গার্ডেন সংলগ্ন) পো: ময়মনসিংহ সদর , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
২। মোঃ আলা উদ্দিন, পিতা-মৃত-সাহেব আলী, স্থায়ী : গ্রাম- চর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।