অপরাধ

নেত্রকোনার মদনে এক ভুয়া চিকিৎসক আটক

  শহীদুল ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি ৫ মে ২০২৪ , ৯:৫২:০৮ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার মদনে এক ভুয়া চিকিৎসক আটক
নেত্রকোনার মদনে এক ভুয়া চিকিৎসক আটক

নেত্রকোনা মদনে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে স্থানীয় জনতা।

প্রায় দেড় মাস যাবত মদন পৌর সদরে স্বদেশ ডায়গনিস্ট সেন্টারে মেডিসিন মা ও শিশু যৌন ও চর্মরোগ অভিজ্ঞ ডাঃ সাধন কুমার মন্ডল বিএমডিসি রেজিঃ নং এ ১১৩০৯৯ এই পরিচয় ব্যবহার করে নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। সে মূলত একজন প্রতারক ও ভুয়া চিকিৎসক এমন সংবাদ শুনে এলাকার লোকজন  শনিবার দুপুরে উক্ত ডায়াগনিস্ট সেন্টারে  চিকিৎসকের খোঁজখবর নিতে চাইলে ভুয়া চিকিৎসক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার তায়েব হোসেন তার সঠিক পরিচয় নিশ্চিত করে জানান যে,সে একজন ভূয়া চিকিৎসক। চট্টগ্রামের একজন ডাক্তারের নাম ও রেজিঃনং ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করে আসছে। তার আসল নাম শংকর দাস (২৮) পিতা সমীর দাস। সে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পাইসকা ইউনিয়নের বরডা গ্রামের বাসিন্দা। ভুয়া চিকিৎসক শংকর দাস সাংবাদিকদের জানান,আমি কোন চিকিৎসক না। আমি অর্থ উপার্জনের উদ্দেশ্যে এমন প্রতারণা করছি। আমি দেড় মাস যাবত স্বদেশ ডায়গনিক সেন্টারে মালিকগণের সহযোগিতায় ডাক্তার সেজে রোগী দেখছি। স্বদেশ ডায়গনিক সেন্টারের মালিক পক্ষের কাইয়ুম জানান,সে আমাদের সাথেও প্রতারণা করছে। 

মদন থানা অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার এ প্রতিনিধিকে জানান,শংকর দাস নামে একজন ভুয়া চিকিৎসককে আটক করে উপজেলা নির্বাহী অফিসার সাহেব থানায় সোপর্দ করেছেন। আমি প্রকৃত ডাক্তার সাধন কুমার মন্ডলের সাথে যোগাযোগ করছি। তিনি চট্টগ্রাম হতে রওনা দিয়েছেন। তিনি আসার পর আটককৃত চিকিৎসক শংকর দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আরও খবর

                   

সম্পর্কিত