প্রতিনিধি ৪ মে ২০২৪ , ৪:১৯:৫০ প্রিন্ট সংস্করণ
*ভৈরবের মাদক ব্যবসায়ী জোবাইর আহাম্মদ(৩০)’কে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করেছে র্যা ব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।*
১। ”বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) । প্রতিষ্ঠালগ্ন থেকে র্যা ব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। র্যা ব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, সন্ত্রাস, ধর্ষণ, মাদক, অস্ত্র, অপহরণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
২। এরই ধারাবাহিকতায়, র্যা ব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড়ে অবস্থানকালে ইং ০৩/০৫/২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৫.৩০ ঘটিকার সময় গোপনসূত্রে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন শ্রীনগর বাজারে ফটোমেলা ডিজিটাল ষ্টুডিওতে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যা ব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং ০৩/০৫/২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় শ্রীনগর বাজারের ফটোমেলা ডিজিটাল ষ্টুডিও এর সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে র্যা বের উপস্থিতি টের পেয়ে আসামী জোবাইর আহাম্মেদ (৩০), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-শ্রীনগর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। এ সময় ধৃত আসামীর দেখানো মতে, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ফটোমেলা ডিজিটাল ষ্টুডিও দোকানের ড্রয়ারের মধ্যে রক্ষিত প্লাস্টিকের জীপারের ভিতর থেকে (ক) ১৮৮৪ (এক হাজার আটশত চুরাশি) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট (খ) মাদক বিক্রয়ের নগদ ১০০০/- টাকা (গ) ০১ টি মোবাইল ফোন ও (ঘ) ০১ সীম কার্ড উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে ভৈরবসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ব্যক্তির নিকট পাইকারি/খুচরা বিক্রয় করে মর্মে স্বেচ্ছায় স্বীকার করে।
৩। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।