Ockotwali Mymensingh ২৭ এপ্রিল ২০২৪ , ১২:৪২:০৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২৬/০৪/২০২৪ তারিখ গ্রেফতার ১০ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়ামোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সাইফুল ইসলাম মন্ডল, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স
সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। আসাদুল (২৫), পিতামৃত-
আনামত আলী, মাতা-হাজেরা খাতুন, সাং-৪০ বাড়ী কলোনী, ২। আল ইব্রাহিম ইমন (২৩), পিতা-শহিদুল ইসলাম,
সাং-কেওয়াটখালী, উভয় থানা- কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সোহেল রানা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আঃ রশিদ (৩৫), পিতা-আঃ জলিল, সাং-বয়ড়া
শেষ মোড় , ২। রাজু (২৮), পিতা-সুরুজ, সাং-দাপুনিয়া, ৩। জোনায়েদ আহম্মেদ ঝিনুক (২৯), পিতা-তারা মিয়া, সাং-
চকনজু, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) শুভ্র সাহা নাজমুল আমীন, এসআই(নিঃ) ওমর ফারুক, আল আমিন, আশরাফুল আলম
শান্ত
প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৫ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের
গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। জালু মিয়া (৫৪), পিতা-তনু শেখ, স্থায়ী : গ্রাম- আব্দুল্লাহ পুর (আব্দুল্লাহপুর) , উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা –ময়মনসিংহ
২। মোঃ সেলিম ফকির, পিতা-মৃত: আঃরশিদ ফকির, স্থায়ী: গ্রাম- দাপুনিয়া (ফকির বাড়ী পো: দাপুনিয়া বাজার) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৩। মোঃ সুরুজ আলী, পিতা-মোঃ আঃ খালেক, স্থায়ী: গ্রাম- পাড়াইল (পাডাইল, পো: চরখাগড়া) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৪। মোঃ অমিত হাসান, পিতা-শহিদুল ইসলাম, স্থায়ী-১: গ্রাম- বাঁশবাড়ী কলোনী , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর,
জেলা -ময়মনসিংহ
৫। কাজল মিয়া, পিতা-মৃতঃ হরমুজ আলী, স্থায়ী: গ্রাম- গোয়াইলকান্দি (মীর বাড়ী মোড়) , উপজেলা/থানা-
ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।