প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৪ , ৩:৪৬:১৪ প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন নথখোলা এলাকা হতে অভিনব কায়দায় পানির গিজারের ভিতরে লুকিয়ে রাখা ৪৯ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ ০৪ (চার) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।*
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র,ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায়, গত ২২/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ১৮.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে একটি সাদা রংয়ের প্রাইভেটকার, যার রেজিস্ট্রেশন নাম্বারঃ ঢাকা মেট্রো-গ ৩১-০২০১ এ করে টাঙ্গাইল পৌরসভার দিকে রওয়ানা হয়ে সখিপুর উপজেলার নলুয়া বাজার অতিক্রম করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল একই তারিখ রাত অনুমান ২০.১০ ঘটিকায় টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন নথখোলা এলাকায় তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে সাদা রংয়ের একটি সচল TOTOTA COROLLA প্রাইভেটকারের ভিতরে পিছনে বসার সীটের উপর রাখা দুইটি ইলেকট্রিক পানির গিজার ও প্রাইভেটকারের ব্যাকডালার ভিতর থাকা অপর দুইটি ইলেকট্রিক পানির গিজার এর ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা (ক) ৪৯ (উনপঞ্চাশ) কেজি গাঁজা, (খ) ০১ (এক) টি সচল TOTOTA COROLLA প্রাইভেটকার, (গ) ০৪টি মোবাইল সেট, (ঘ) ০৪টি ইলেকট্রিক পানির গিজার, (ঙ) ১০টি প্লাস্টিকের পাইপ ও (চ) নগদ ১৩০০/- (এক হাজার তিনশত) টাকাসহ ১। মোঃ ডালিম (৩০), পিতা-ফজলুল হক, সাং-কালাচরা, ২। মোঃ রফিকুল ইসলাম (২৬), পিতা-তোতা মিয়া, সাং- সেজামুড়া, ৩। মোঃ নাঈম (২৩), পিতা- মিয়া চাঁন, সাং: কালাচরা, সর্ব থানা-বিজয়নগর, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং ৪। মোঃ হৃদয় মিয়া [চালক] (২৪), পিতা-নুর ইসলাম, সাং- রশিদাবাদ, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জদের আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত। তারা সীমান্তরর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে। এ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।