অপরাধ

ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল‘সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৪ , ৪:০৩:৩৫ প্রিন্ট সংস্করণ

ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল‘সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল‘সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর সদর থানাধীন ফুলবাড়ীয়া দড়িপাড়া এলাকায় চেকপোষ্ট চলাকালীন ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল‘সহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।*

১। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব -১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। এরই ধারাবাহিকতায়, গত ১৯/০৪/২০২৪ খ্রিঃ তারিখ ২২.২৫ ঘটিকায় র‌্যাব -১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার সদর থানাধীন ফুলবাড়ীয়া দড়িপাড়া সাকিনস্থ জনৈক মোঃ আব্দুল সামাদ মিয়া এর ‘‘ফাহিম স্টোর‘‘ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালীন একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে থামার সংকেত দিলে মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে থামে। এ সময়, উক্ত মোটরসাইকেলটির চালককে তল্লাশিকালে ৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করতঃ উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। মোটরসাইকেলে থাকা মাদক ব্যবসায়ী মোঃ মজিবর রহমান (৫৫), পিতা-মৃত জাবেদ আলী, মাতা-মোছাঃ হাজেরা খাতুন, সাং- মধ্য ভরতের ছড়া, থানা- ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ-৫৬৩০/- (পাঁচ হাজার ছয়শত ত্রিশ) টাকা, ০১(এক) টি মোবাইল সেট (সীমসহ) ও ০১ টি এটিএম কার্ড (DBBL) সহ উদ্ধার করতঃ জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক অবৈধ বাজার মূল্য = ৯৯,০০০/- (নিরানব্বই হাজার) টাকা।

৩। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

৪। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করতঃ আসামি হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত