প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৪ , ১২:৪০:০৪ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৯/০৪/২০২৪ তারিখ গ্রেফতার ০৯ জন।২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ০৯ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ রুবেল মিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ রফিকুল ইসলাম(৩৯),পিতা মোঃ গোলাম মোস্তফা, মাতা-রহিমা খাতুন, সাং-আজগড়া, থানা-এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জ, এ/পি-শংকর বসাক এর বাড়ির ভাড়াটিয়া, জিলাপী পট্টি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ৯ নং জে.সি গুহ রোডস্থ জনৈক শিবু সাহার দোকানের ভাড়াটিয়া দোকানদার মোঃ রফিকুল ইসলাম এর “রফিক টেলিকম” নামক দোকান ঘরের ভিতর হইতে ০১ (এক কেজি) গাঁজা, যাহার মুল্য অনুমান ২০,০০০/-(বিশ হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সাইফুল ইসলাম মন্ডল, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার ঘটনার সহিত জড়িত সন্দিগ্ধ আসামী মোঃ রুবেল (২৫), পিতা- মৃত দেলোয়ার হোসেন, সাং- বাকৃবি শেষ মোড় আতিয়া মসজিদের পাশে, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়
এসআই(নিঃ) খায়রুল ইসলাম কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ নাদিম মিয়া (২৬), পিতা-কামাল মিয়া, মাতা- নাছিমা বেগম, সাং- ৪/৫ ক্যান্টনমেন্ট বাইলেন, সানকিপাড়া, ২। মোঃ সবুজ মিয়া (৩২), পিতা- আব্দুর রশিদ, মাতা-বানেছা খাতুন, সাং- চর সিরতা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে সানকিপাড়া ক্যান্টমেন্ট এলাকা হইতে ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) কামরুল হাসান, তানভীর আহমেদ, এএসআই(নিঃ) মাহমুদুল হাসান, মাসুম রানা, থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৫ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোঃ মাজাহারুল ইসলাম, পিতা-রহমত আলী, গ্রাম- চর ঈশ্বরদিয়া,
২। মোঃ সবুজ মিয়া, পিতা-মোঃ আঃ রশিদ, গ্রাম- চর সিরতা
৩। মোঃ হারুন মিয়া (৪৭), মৃত হাতেম আলী,: গ্রাম- চর জেলখানা (বিন পাড়া ৩১নং ওয়ার্ড)
৪। মোঃ বোরহান, পিতা-আঃ হাই,, স্থায়ী : সাং- ২/৪ মহারাজা রোড, মধুবাবুর গলি,
৫। মোঃ রাসেল মিয়া, পিতা-মৃত: হেলাল উদ্দিন, স্থায়ী: গ্রাম- কৃষ্টপুর (৭৬/সি/২) সর্ব থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।