অপরাধ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৯ জন

  Ockotwali Mymensingh ২০ এপ্রিল ২০২৪ , ১১:৫৪:২৬ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৯ জন
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৯ জন

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়ামোট ০৯ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) সাইদুর রহমান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া হত্যা মামলার আসামী ১। মোঃ হৃদয় (২০), পিতা- মোঃ শাহজাহান, সাং- মানিকদি, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ, এ/পি-সানকিপাড়া পুরাবাড়ী জনৈক নাসির এর বাসার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ অলি উল্লাহ (২০), পিতা- মৃত কাজিম উদ্দিন, সাং- আনন্দ মোহন কলেজ স্ট্যাফ কোয়ার্টার, ৩। মোঃ আরাফাত (২০), পিতা- আরমান হোসেন, সাং- হামিদ উদ্দিন রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) সোহেল রানা কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। শ্রাবন মিয়া (১৯), পিতা-খোকা মিয়া, মাতা-মিনা বেগম, সাং-আকুয়া দক্ষিন পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) মাসুদ জামালী কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। লাল মিয়া (২২), পিতা-কামাল মিয়া, মাতামৃত-আয়েশা আক্তার, সাং-মনাষ, ইউপি নং-আসমা, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা, এপি/সাং-উইনারপাড় চুরখাই (খালু সাইফুল ইসলাম এর বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

    ইহাছাড়াও এসআই(নিঃ) কামরুল হাসান, মতিউর রহমান, দেবাশীষ সাহা, এএসআই(নিঃ) মাহমুদুল হাসান থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন। 

গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।

১। মোঃ শহিদুল ইসলাম (৬০), পিতা-মৃতঃ আঃ খালেক, স্থায়ী: গ্রাম- ভাটি ঘাগড়া উজান পাড়া (ভাটিঘাগড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,

২। উৎপল চন্দ্র দে , পিতা-মৃতঃ সুশীল চন্দ্র দে, স্থায়ী: গ্রাম- শম্ভুগঞ্জ মাঝিপাড়া , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,

৩। মোঃ শহিদুল ইসলাম (৬০), পিতা-মৃতঃ আঃ খালেক, স্থায়ী: গ্রাম- ভাটি ঘাগড়া উজান পাড়া (ভাটিঘাগড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,

৪।একে এম আতিকুল ইসলাম, পিতা-আলা উদ্দিন, স্থায়ী: (সাং-১৩/১ কেওয়াটখালী), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত