অনলাইন ডেস্ক ৩০ জুলাই ২০২৪ , ১১:২৪:২৩ প্রিন্ট সংস্করণ
রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুরে এক আওয়ামী লীগ নেতাকে সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত কামাল হোসেন(৩৬) ৩৩নম্বর ওয়ার্ড আ.লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
একই ওয়ার্ডের যুবলীগ কর্মী অভি জানান, কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন কামাল। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, কারা, কী কারণে তাকে হত্যা করেছে,তা জানার জন্য তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।