অপরাধ

নালিতাবাড়ীতে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

  নালিতাবাড়ী প্রতিনিধি: অমিত চক্রবর্তী ১৩ জুলাই ২০২৪ , ১০:১১:২৯ প্রিন্ট সংস্করণ

নালিতাবাড়ীতে বিদেশি মদসহ মাদক কারবারি আটক
নালিতাবাড়ীতে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী মিশন এলাকা হতে জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ বিনোদন কোচ নামে একজনকে গ্রেফতার করা হয় । বৃহস্পতিবার ১১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি পশ্চিম সমশ্চূড়া এলাকার অনিল কোচের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান। উদ্ধারকৃত মাদক দ্রব্যের বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা। ধৃত মাদক কারবারির নামে নালিতাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ধৃত মাদক কারবারিকে আদালতের নির্দেশে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের চৌকস উপ-পুলিশ পরিদর্শক এসআই শফিকুর রহমান, সহকারী উপ পুলিশ পরিদর্শক এএসআই সোহরাব হোসেন, আরিফুল ইসলাম, সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স।

আরও খবর

                   

সম্পর্কিত