বগুড়া জেলা প্রতিনিধিঃ সামিদুল ইসলাম ১১ জুলাই ২০২৪ , ৩:৩১:২১ প্রিন্ট সংস্করণ
বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের বেড়েরঘোনা গ্রামের মরছোর বিল এলাকায় তার দখলীয় মরিচের জমির পূর্বপাশ থেকে একটি গাঁজার গাছসহ শাহাবুদ্দিন (ওরফে) দুখু মিয়া(৬৩) কে গ্রেফতার করে পুলিশ ।
গ্রেফতারকৃত শাহাবুদ্দিন ওই গ্রামের মৃত- খয়বর আলীর ছেলে। গাঁজার গাছের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ইঞ্চি ওজন দুই কেজি ৫০০ গ্রাম।