প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ১১:০১:৩০ প্রিন্ট সংস্করণ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও সিপিসি-২, নাটোর, র্যাব-৫ রাজশাহী এর যৌথ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ মতিউর রহমান গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও সিপিসি-২ নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী এর আভিযানিক দল সমন্বিত অভিযান পরিচালনা করে ১৬ এপ্রিল ২০২৪ ইং তারিখ ১৬:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হায়াতমোড় এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর সদর থানার মামলা নং-৮১/৮১, তারিখ-২০/০১/২০২০, ধারা-৩৬(১) সারণির ৮(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, জিআর-৮১, সেশন-১০০২/২০২০ মোতাবেক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মতিউর রহমান (৪৫), পিতা-মোঃ সাবের আলী, মাতা-মোসাঃ জাহানারা বেগম, সাং-শেখালীপুর তৈমুর হাজীর টোলা, পোস্টঃ চরহরিশপুর, থানা ও জেলা চাঁপাইনবাববগঞ্জকে গ্রেফতার করেছে।
উল্লেখিত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।