অপরাধ

চা পাতার মোড়কের ভেতর গাঁজা,গ্রেফতার-৬

  অপরাধ ডেস্ক ৮ জুলাই ২০২৪ , ৭:৫৮:৪৭ প্রিন্ট সংস্করণ

চা পাতার মোড়কের ভেতর গাঁজা,গ্রেফতার-৬
চা পাতার মোড়কের ভেতর গাঁজা,গ্রেফতার-৬

চা পাতার মোড়কে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ১৮ কেজি গাঁজা-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল রবিবার (০৭ জুলাই) দুপুর দেড়টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন কৌশলে সংগ্রহ করে নিজ এলাকা-সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত