যশোর প্রতিনিধি: তুহিন আলম ২ জুলাই ২০২৪ , ১:২৫:৫০ প্রিন্ট সংস্করণ
যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করে আনা ট্রাকে গোপন সুত্রে ৪৯ ব্যাটেলিয়ান ও কাস্টমের সমন্বয়ে অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকচালকের সিটের নিচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গাড়ির চালক রফিকুল মন্ডলকে আটক করেছে প্রশাসন। তিনি বনগাঁর পেট্রাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডিসি অথল চৌধুরী।
সোমবার রাতে বন্দরের ইয়ার্ড থেকে ট্রাকটি আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, ভারত থেকে আমদানিকৃত কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে, এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা রাত ১০টার দিকে ভারতীয় গাড়িটি শনাক্ত করে। পরে বিজিবি এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক চালককে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।