বগুড়া জেলা প্রতিনিধিঃ সামিদুল ইসলাম ১ জুলাই ২০২৪ , ৭:০৮:১৯ প্রিন্ট সংস্করণ
বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন রামচন্দ্রপুর এলাকার মোঃ তোরাব মন্ডল র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পে এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন যে, গত ২৬ জুন ২০২৪ ইং তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় তার ভাই মোঃ আজাদুল মন্ডল কাইলা (৪২) বগুড়া শাজাহানপুর থানাধীন একটি দোকানে কাজের জন্য যান এবং কাজ শেষে আর বাড়িতে ফেরেনি। পরদিন সকালে তার নিজ নাম্বার হতে ফোন করে কতিপয় ব্যক্তি বলে তাদের ০৫ লক্ষ্য টাকা মুক্তিপণ দাবী করে ও টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নাম্বার দেয়। ঘটনার সত্যতা যাচাই ও ভিকটিম উদ্ধারের উদ্দেশ্যে র্যাবের একটি চৌকস দল তৎক্ষণাৎ অভিযানে নামে।
ভিকটিমের মোবাইল নাম্বার ও বিকাশ নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় ৩০ জুন ২০২৪ ইং তারিখ ২১:৩০ ঘটিকায় র্যাব-১২, বগুড়া ও র্যাব-১১, নরসিংদী এর যৌথ অভিযানে নরসিংদী জেলার মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ আজাদুল মন্ডল কাইল (৪২) কে উদ্ধারকরতঃ ঘটনার সাথে জড়িত ১। মোঃ কাওছার (৩০), পিতা- মোঃ আলাউদ্দিন, ২। মোঃ অনিক মিয়া (২২), পিতা- ধনু মিয়া, ৩। মোঃ জাহাঙ্গীর মিয়া (৬৩), পিতা- মৃত হাফিজ উদ্দিন, ৪। পনির মিয়া (৩২), পিতা- ধনু মিয়া, সর্ব সাং- মাধবদী, থানা- শিবপুর, জেলা- নরসিংদীগণকে গ্রেফতার করে বগুড়া ক্যাম্পে নিয়ে আসা হয়। ভিকটিম জিজ্ঞাসাবাদে জানান যে, গত ২৬ ইং তারিখ রাত্রি অনুমান ১০৩০ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন রানীরহাট বাজার হতে নিজ বাড়িতে ফেরার পথে রাত্রি অনুমান ১০৪০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন শাকপালা বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণে পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর পৌছানো মাত্র একটি সাদা রংয়ের বড় পিকআপ গাড়ী তার সামনে এসে দাঁড়ায়। পিকআপ হতে দুইজন ব্যক্তি তাকে জানায় তারা বিপদে আছে, গাড়িটি কোথায় রাখা যায় সে ব্যাপারে সাহায্য করতে। ভিকটিম তাদেরকে উক্ত পেট্রোল পাম্পে গাড়ি পার্ক করতে পরামর্শ দেন।
অতঃপর তারা তার সাহায্যের কারণে চা খাইতে অনুরোধ করে। ভিকটিম তাদের অনুরোধে চা পান করেন। চা পান করার পরে ভিকটিম শারীরিক অসুস্থতা অনুভব করে এবং বেহুশ হয়ে যান। পরবর্তীতে ২৭ ইং তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ভিকটিমের জ্ঞান ফিরলে তিনি নিজেকে একটি পিকআপের কেবিনে আবিষ্কার করেন।