প্রতিনিধি ২৭ জুন ২০২৪ , ৬:০৯:৩৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা ও ফুলপুর থেকে বুধবার (২৬ জুন) ২ কেজি গাঁজাসহ ০৪ ,মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। মোঃ সাইফুল ইসলাম (৫০), ২। মোঃ আনিজ্বল (৪০) ৩। মোঃ ইলয়াস মিয়া (২৬) ৪। মোঃ সুমন মিয়া (৩৮)
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোঃ সাইফুল ইসলাম (৫০) এর বিরুদ্ধে ০২ টি মামলা ও আনিজ্বল (৪০) এর বিরুদ্ধে ০১ টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ০২ কেজি গাঁজা সহ গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল ও ফুলপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।